আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এ উপলক্ষে বৃহস্পতিবার অনুশীলন করেছে টাইগাররা। কিন্তু ভারতকে মোকাবেলা করার আগে দিল্লির বায়ু দূষণকে মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে। ওই অনুশীলনে অবশ্য মুশফিকুর রহিম-মুস্তাফিজুর রহমানও ছিলেন। তারা মাস্ক ছাড়াই অনুশীলন করেছেন।
এয়ার কুয়ালিটি ইনডেস্ক অনুযায়ী, বায়ু দূষণের মাত্র ২০১ থেকে ৩০০ মাত্রার (ট্রিগ্রার) হলে সেটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। দিল্লির বায়ু দূষণের মাত্রা সর্বোচ্চ ৪২৩ ট্রিগার পর্যন্ত উঠেছে। বুধবারও সেখানে সর্বোচ্চ ৩৩৫ এবং সর্বনিন্ম ২০৪ ট্রিগার বায়ু দূষণ রেকর্ড করা হয়েছে। যে কোনো মানুষের জন্য যা মারাত্মক ক্ষতির কারণ হিসেবে ধরা হচ্ছে।
ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়সূচি:
৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি
৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
১৪ নভেম্বর-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর
২২ নভেম্বর-২৬ নভেম্বর: দ্বিতীয় ও শেষ টেস্ট, কলকতা
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন