১৯ নভেম্বর, ২০১৯ ১৩:২১

৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদত হোসেন

অনলাইন ডেস্ক

৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদত হোসেন

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পেসার শাহাদত হোসেন রাজিব।

জাতীয় লিগের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় দিনে আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাহাদত। 

ম্যাচে বোলার শহীদের হাতে বল দেয়ার আগে রাজিব আরাফাত সানিকে বলেন, বল ঘষে দিতে। কিন্তু সানি তা করতে অস্বীকৃতি জানান। তখন কথা কাটাকাটি হয় দু'জনের। এক পর্যায়ে আরাফাত সানিকে কষে চড় বসিয়ে দেন রাজিব। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে লাথিও মারেন।

এসময়, বাকি সতীর্থরা চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। এরপর, বিসিবির কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। নিজের দোষ শিকার করলেও শাস্তি থেকে রেহাই মেলিনি রাজিবের।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর