ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় পেলে। মঙ্গলবার এই ফুটবল সম্রাটের হাজার গোল করার সেই অনন্য নজিরের বয়স দাঁড়াল ৫০ বছর! আর ব্রাজিলের জাতীয় কোচ তিতে এ দিনই পেলের সঙ্গে মেসির তুলনার প্রসঙ্গ হেসে উড়িয়ে দিলেন।
তিতে বললেন, ‘‘পেলের সঙ্গে কারও তুলনা হয় না। যদি কেউ অন্য কারও তুলনা করে, তাহলে আমি কান খোলা রেখেও কিছু শুনি না।’’
যোগ করলেন, ‘‘মেসির সঙ্গে তুলনার তো বিশ্বাসযোগ্যতাই নেই। অতীতে অবশ্যই ওর (মেসির) প্রশংসা করেছি। এটাও বলেছি, ও অন্যদের থেকে আলাদা। কিন্তু সেটা, এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে।’’
তিতে বলেন, ‘‘সব সময় পেলে সর্বকালের সেরা। ভাববেন না নিজে ব্রাজিলীয় বলে এ’কথা বলছি। বলছি একটাই কারণে- ওর মধ্যে আজ পর্যন্ত কেউ খুঁত খুঁজে পায়নি।’’
এদিকে, মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। গোল করেছেন পাকেতা, কুতিনহো এবং দানিলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ