২১ নভেম্বর, ২০১৯ ০৮:০৫

৬ রানে বাংলা টাইগার্সের জয়

মুহাম্মদ সেলিম, আবুধাবি থেকে

৬ রানে বাংলা টাইগার্সের জয়

জয়ের রথ ছুটছে বাংলা টাইগার্সের। আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টে একের পর এক ধরাশায়ী করছে প্রতিপক্ষকে। সুপার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নদার্ন ওয়ারিয়র্সকে ৬ রানে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্স। টুর্ণার্নামেন্টে টাইগার্সের এ পর্যন্ত এক হারের বিপরীতে রয়েছে ৩ জয় ও এক ট্রাই। টুর্নামেন্টের অপর দল ডেকান গ্যালিডিয়টর্সের সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা টাইগার্স।  

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের দুই দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও বিলে রুশো বিগত ম্যাচগুলোর চেয়ে ছিল অনেকটা নিষ্প্রভ। তাই মরুর বুকে বিগত ম্যাচগুলোর মত ছিল না তাদের সাইক্লোন ইনিংস। পঞ্চম ওভারে ক্রিস উডের বল ক্রিস গ্রিনের হাতে ক্যাচ রুশো দিয়ে সাজ ঘরে ফিরলে ভাঙে ৪৬ রানেই উদ্বোধনী জুটি। পরের ওভারে সঙ্গীকে অনুসরণ করেন বাংলা টাইগার্সের স্বপ্ন সারথী আন্দ্রে ফ্লেচার। এরপর ছোট এক ঝড়ে বয়ে যায় টাইগার্স ইনিংসে। অল্প ব্যবধানে এরপর কলিন ইংগ্রাম, টম মোরেস, থিসারা পেরেরা, ডেভিড উইসে ফিরে যায়।

তবে দলের রক্ষা কর্তার ভূমিকায় অবতীর্ন হন রবি ফ্রাইলিং। তার ১২ বলে ৩৬ রানের এক টর্নেটো ইনিংস লড়ার মত পুঁজি পায় বাংলা টাইগার্স। ১০৩ রান তাড়া করতে গিয়ে খুব এক ভালো সূচনা করতে পারেনি নদার্ন ওয়ারিয়ার্স। টাইগার্সদের তোপের মুখে পড়ে একে একে সাজ ঘরে ফিরতে থাকে সিমন্স, পুরান, স্যামি, স্যাম বিলিংয়ের মত হার্ডহিটার ব্যাটসম্যানরা। উইসে, প্ল্যাংকেট, কায়েস আহমেদের অসাধারণ বোলিংয়ে নদার্ন ওয়ারিয়র্সের  ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ৩টি করে চার ছক্কায় ৪১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্যামিরা।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর