ছুটি শেষে এস্পানিওলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। দু’দলের কাতালান ডার্বির আগে বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে অনুশীলনে স্বাগত জানিয়েছেন তার দলের প্রাণভোমরা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালকে।
এই তিন লাতিন আমেরিকান তারকা তাদের ইউরোপীয়ান সতীর্থদের চেয়ে বেশিদিন ছুটি কাটিয়ে ক্যাম্প ন্যুয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। ক্রিসমাসের ছুটি শেষে ২৯ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করে কাতালানরা। তবে ছুটির কারণে ছিলেন না এই তিন দক্ষিণ আমেরিকান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ