ইনজুরি কাটিয়ে সেরে ওঠতে পারেননি এডেন হ্যাজার্ড। তাই আগামী সপ্তাহে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে স্পানার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের জার্সিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।
এ ম্যাচের আগে লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জিনেদিন জিদান জানিয়ে দিয়েছেন, নিজেকে এখনও ফিট প্রমাণ করতে না পারায় সুপার কাপে খেলতে পারেছেন না হ্যাজার্ড।
জিদান বলেন, ‘সুপার কাপে হ্যাজার্ড ছিটকে গেছে। আশাকরি এরপর সে দ্রুতই ফিরবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ