এ ভাবে কেউ আউট হয়! সিডনিতে অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন যে ভাবে আউট হলেন, তা দেখে বিস্মিত ক্রিকেটভক্তরা। রিপ্লে দেখলে প্যাটিনসনও হয়তো লজ্জাই পাবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির তৃতীয় ও শেষ টেস্টে মারনাস লাবুশানে ২১৫ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৪ রানে।
ম্যাচের ১৪৩তম ওভারের চতুর্থ বলে আউট হন প্যাটিনসন। কিউই বোলার নিল ওয়াগনার শর্ট বল করার চেষ্টা করেছিলেন। বল যতটা উঠবে ভেবেছিলেন প্যাটিনসন, ততটা ওঠেনি।
বলের গতিপথ থেকে চোখ সরিয়ে নেন প্যাটিনসন। ওয়াগনারের ডেলিভারি অজি বাঁ হাতির শরীরে এসে লাগে। তার পর সেই বল তার ব্যাটে লেগে উইকেটে আঘাত করে। বল যাতে উইকেটে না লাগে, সেই চেষ্টা করেছিলেন প্যাটিনসন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বল উইকেটে লেগে বেল পড়ে যায়। স্কোর বোর্ডে প্যাটিনসনের নামের পাশে লেখা ২ রান।
এর আগেও অদ্ভুত ভাবে আউট হয়েছেন অজি এই বাঁ হাতি। গত বছরের মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে ট্রেন্ট কুপল্যান্ডের বল ডিফেন্স করতে গিয়ে সেই বল ব্যাটে লাগিয়ে বোল্ড হন প্যাটিনসন।
কলিন ডি গ্র্যান্ডহোম এবং নেইল ওয়াগনার নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন টড অ্যাসল এবং ১ উইকেট নেন ম্যাট হ্যানরি ও সমারভিলে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন