বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙালো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। গেটাফের মাঠে ৩-০ গোলের জয় পেল দলটি। লা লিগায় টানা দুই গোলশূন্য ড্রয়ের পর এই জয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট।
গেটাফের বিপক্ষে এ নিয়ে ২১ ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় যা গেটাফের বিপক্ষে সর্বোচ্চ জয়। এর আগে বার্সেলোনা দলটির বিপক্ষে ২১টি জয় পায়। রাতে এস্পানিওলের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালান ক্লাবটি জয় পেলে রিয়ালকে টপকে আবার শীর্ষে উঠবে।
২০১৭ সালের পর বছরের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ বছরের মধ্যে বছরের প্রথম ম্যাচে এটি দ্বিতীয় জয়। ২০১৭ সালে গ্রানাডাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করে রিয়াল মাদ্রিদ।
গেটাফের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ২৪তম মিনিটে গেটাফের আরামব্রারির শট দারুণভাবে ঠেকিয়ে রিয়ালকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। দশ মিনিট পর গেটাফের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অতিথি রিয়াল। প্রথমার্ধের শেষদিকে দারুণ দুই সেভে রিয়ালের জাল সুরক্ষিত রাখেন কর্তোয়া।
ম্যাচের ৫৩তম মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার রাফায়েল ভারানে। ম্যাচের ৮৯তম মিনিটে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র দারুণ এক সুযোগ পান। কিন্তু ওয়ান টু ওয়ানে গেটাফের গোলরক্ষক সোরিয়াকে পরাস্ত করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। তবে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের হয়ে গোল করতে ব্যর্থ হননি ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বিশ্বকাপের সেরা এই খেলোয়াড়ের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/কালাম