ভারত-শ্রীলঙ্কার মধ্যকা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। বছরের প্রথম ম্যাচেই বৃষ্টির কবলে পড়েছে কোহলি বাহিনীর। ফলে পরিত্যক্ত হলো খেলাটি।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে যদিও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। তবে এরপরই বৃষ্টির বাগড়ায় আর খেলা গড়াতে পারেনি।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটার ও দর্শকরা। আগামী ৭ জানুয়ারি ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন