সূচি ও সময় বাঁচানোর জন্য ঐতিহাসিক পাঁচদিনের ক্রিকেটকে বাধ্যতামূলকভাবে চারদিনে নিয়ে আসার পরিকল্পনা চলছে। ইতোমধ্যে তা নিয়ে টেস্ট খেলুড়ে দেশের বোর্ডগুলোর সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অনেক ক্রিকেট বোর্ড গ্রিন সিগন্যালও দিয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, তারা প্রস্তাবটি ‘সতর্কভাবে সমর্থন’ করে। কারণ এর ফলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে।
তবে বোর্ডগুলো সায় দিলেও অনেক ক্রিকেটার আগ্রহী নন স্থায়ীভাবে চারদিনের টেস্ট নিয়ে। চারদিনের টেস্ট নিয়ে সরাসরি আপত্তি করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক সরাসরি জানিয়ে দিয়েছেন পাঁচদিনের টেস্টকে চারদিনে নিয়ে আসার ‘সমর্থন করেন না’ তিনি।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান বলেন, ‘আমি মনে করি এই উদ্দেশ্য ঠিক হবে না, কারণ তখন আপনি তিনদিনের টেস্টের কথা বলবেন।’ ৩১ বছর বয়সী তারকা আরও বলেন, ‘কোথায় শেষ করতে চান? এরপর আপনি বলবেন টেস্ট ক্রিকেট বিলীন করে দেওয়ার।’
টিম ইন্ডিয়া অধিনায়ক বলেন, ‘আমি মনে করি না শুদ্ধতম ক্রিকেটের ক্ষেত্রে এটি ভালো হবে। ক্রিকেট কিভাবে শুরু হয়েছিল, পাঁচদিনের টেস্ট ম্যাচ আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ স্তরের ক্রিকেট। একে পরিবর্তন করা উচিৎ নয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ