টেস্টের এক ইনিংসে ২৮বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে স্বদেশী স্যার ইয়ান বোথামকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
১৫১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৮তমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন অ্যান্ডারসন। এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচ বা ততোধিক উইকেট শিকারে বোথামের পাশাপাশি ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন।
বোথাম ১০২ টেস্টে ২৭বার এক ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন। ৭০ টেস্টে অশ্বিনও ২৭বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৬৭বার পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। ১৩৩টি টেস্টে এই রেকর্ড গড়েন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব