মানিকগঞ্জে শুরু হয়েছে এএম সায়েদুর রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আজ সোমবার সকাল ১০টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, তায়েবুর রহমান টিপু, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে জেলার ৬টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার