অস্ট্রেলিয়ায় দাবানলে হতাহতদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য নিজের প্রিয় ‘ব্যাগি গ্রীন’ নিলামে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তী স্পিন তারকা শেন ওয়ার্ন। ক্যারিয়ারে ১৪৫টি টেস্টে অংশ নেয়া এই স্পিন সম্রাট তার ক্যাপ নিলামে বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের এই উদ্যোগ নিয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচ খেলোয়াড়দের ‘ব্যাগি গ্রীন’ টুপি পরিয়ে দেয়া হয়। যেটি তাদের জন্য গর্বের বিষয়। মাঠের লড়াইয়ে ওয়ার্ন হাই প্রোফাইল তারকা হিসেবে স্বীকৃতি লাভ করায় তার ওই ক্যাপ নিলামে ভাল মূল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের ধারণা নিলামে ‘ব্যাগি গ্রীন’-এর মূল্য ৫ লাখ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত উঠতে পারে।
ক্যারিয়ারে ৭০০টিরও বেশি উইকেট সংগ্রহকারী শেন ওয়ার্ন বলেন, তিনি দাবানলে হতাহতদের পাশে দাঁড়াতে চান। আক্রান্ত জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ওয়ার্ন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার এই বুনো দাবানল আমাদের সবাইকে বিষ্মিত করেছে। এই দাবানল অনেককেই অবর্ণনীয় দুর্দশায় ফেলে দিয়েছে। যা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’
এ কারণেই নিজের ‘প্রিয় গ্রীন ক্যাপ’ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন ওয়ার্ন। ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চলমান বিগ ব্যাশ লীগ টি-২০ ক্রিকেটে অংশগ্রহণ করা সতীর্থ ক্রিকেটার ক্রিস লিওঁ, গ্লেন ম্যাক্সওয়েল ও ডি’আর্চি শর্ট। তারা প্রতি ছয়দিন অন্তর ২৫০ অস্ট্রেলিয় ডলার করে সহায়তা করছেন।
দেশটির শীর্ষ টেনিস তারকারাও এই কাজে এগিয়ে এসেছেন। বিশ্বের শীর্ষ টেনিস তারকা এ্যাশলি বার্টি চলমান ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে আয় করা অর্থ তুলে দিয়েছেন রেডক্রসের কাছে। সতীর্থ নিক গিরগিওসসহ অন্য টেনিস তারকারাও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম