ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চার দিনের টেস্ট আয়োজনের কথা ভাবছে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব ক্রিকেটে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে চার দিনের টেস্ট ঠেকাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিই আস্থা রাখছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
চার দিনের টেস্ট ধারণাকে একটা জঞ্জাল মনে করা শোয়েব আখতার বলেন, এশিয়ার দেশগুলোর বিপক্ষে এটা একটা ষড়যন্ত্র এবং বিসিসিআই এটা ঘটতে দেবে না।
বাণিজ্যিকভাবে আকর্ষণী সংক্ষিপ্ত ভার্সনে আরও বেশি সময় দিতে পরবর্তী এফটিপি ২০২৩-২০৩১ চক্রতে চার দিনের টেস্ট আয়োজনের কথা ভাবছে আইসিসি।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, ‘সবখানেই এ ধরনের ষড়যন্ত্র চলছে, আজকের দিনে এশীয় দলগুলোর বিপক্ষে এটা একটা তত্ত্ব। সময় কমিয়ে এই চার দিনে টেস্ট আয়োজন করা পুরোটাই এশীয় দলগুলোর বিপক্ষে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা একটা উৎপাত এবং কারোই এতে উৎসাহিত হওয়া উচিত নয়।’
৪৪ বছর বয়সী শোয়েব আখতার বলেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইর সম্মতি ছাড়া আইসিসি এ ধারণা বাস্তবায়ন করতে পারবে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম