ঘরের মাঠে এই মৌসুমে দুরন্ত ছন্দে আছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ২-০ জেতার পরে নিউজিল্যান্ডকেও ৩-০ হারায় তারা। এরপরই ভারতের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলে দিলেন, পরেরবার এ দেশে এসে ভারত কিন্তু সম্পূর্ণ অন্য এক অস্ট্রেলিয়াকে পাবে।
পেইন বলেছেন, ‘‘এই মৌসুমে ঘরের মাঠে পাঁচটা টেস্ট জেতার লক্ষ্য নিয়েই নেমেছিলাম। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি, যারা ধারাবাহিক ভাল খেলার ক্ষমতা রাখে। ব্যাট এবং বল হাতে ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আমাদের আছে। এমনকী আমাদের অনামী ক্রিকেটাররাও গত এক বছরে দারুণ উন্নতি করেছে।’’
ভারত শেষ বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছে ২০১৮-১৯ মৌসুমে। বিরাট কোহলির নেতৃত্বে ঐতিহাসিক সিরিজ জেতে ভারত। সেই দলে অবশ্য ছিলেন না ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। ভারতের পরের অস্ট্রেলিয়া সফর এই বছরের শেষে। সেই সফরের কথা বলতে গিয়ে পেনের গলায় যেন প্রচ্ছন্ন হুমকি, ‘‘গত বছর ভারতের বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া খেলেছিল, সেই দলের চেয়ে এই দলের পার্থক্য অনেক। ভারত সেটা বুঝতে পারবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ