বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনও নিশ্চিত হয়নি। গতকাল রাতে বাংলাদেশ দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে নিয়ে পাকিস্তান সফর বিষয়ক আলোচনায় বসার কথা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসানের। যদিও সেই সভাটি শেষ পর্যন্ত কাল হয়নি। হওয়ার কথা আছে আজ।
আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একই সফরে তিন টি-টোয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) টি-টোয়েন্টি সিরিজ খেলিয়ে দল দেশে ফেরাতে চায় এবং পরে সুবিধাজনক কোনো এক সময়ে টেস্ট খেলতে পাঠানোর বিষয়ে যখন অনড়।
এদিকে, আগে থেকেই বলে আসা হচ্ছে যে এই সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্তের আগে খেলোয়াড়দের মতামত নিতে চায় দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। কোচিং স্টাফের বিদেশি সদস্যদেরও মতামত নেওয়া হয়েছে। তাতে কেউ কেউ যেতে আপত্তি করলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দল পাঠানো হলে তিনিও যেতে রাজি।
এদিকে, বিসিবি এরই মধ্যে পাকিস্তান সফরের জিও-র (সরকারি আদেশ) জন্য আবেদনে খেলোয়াড়দের সই নিতে শুরু করে দিয়েছে। অনেকে এরইমধ্যে জিও-র আবেদনে সইও করেছেন।
তবে পাকিস্তান সফরে যাওয়ার সম্মতি জানিয়ে জিও-র আবেদনে সই দেননি জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম। যদিও আরো আগেই তিনি পাকিস্তান সফরে যাওয়ার অনিচ্ছার কথা বলে আসছিলেন ঘনিষ্ঠজনদের। পাকিস্তান যাওয়ার বিষয়ে মুশফিকের মনোভাব কাল পর্যন্তও বদলায়নি বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ