ইনদওরে মঙ্গলবার ভারত বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে হরভজন সিংয়ের বোলিং অ্যাকশন নকল করলেন বিরাট কোহলি।
হরভজন সিং যে অ্যাকশনে বল করেন তা নকল করার পর বিরাট চলে যান মাঠে উপস্থিত প্রাক্তন অফস্পিনারের কাছে। ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে তখন মাঠে উপস্থিত ছিলেন হরভজন। তিনি নিজে আবার বোলিং অ্যাকশন করে দেখান। এমনকি, বোলিংয়ের পর মাথায় হাত দিয়ে হতাশার ভঙ্গিও করেন ভাজ্জি।
বিরাট তা-ও অনুকরণ করেন। মাঠে ছিলেন সদ্য ক্রিকেটকে বিদায় জানানো ইরফান পাঠান। বিরাট গিয়ে জড়িয়ে ধরেন তাকে। হরভজনকে অনুকরণ করে বোলিংয়ের বিরাটের এই ভিডিও সাড়া ফেলেছে ক্রিকেটমহলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ