৮ জানুয়ারি, ২০২০ ১৪:২২

চার দিনের টেস্টে টেন্ডুলকারের 'না'

অনলাইন ডেস্ক

চার দিনের টেস্টে টেন্ডুলকারের 'না'

চার দিনের টেস্টের পরিকল্পনায় আইসিসি। তবে বেশির ভাগ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারই এই প্রস্তাবের বিরুদ্ধে কথা বলেছেন। মঙ্গলবার সেই তালিকায় নাম লেখালেন শচীন টেন্ডুলকার। আইসিসির কাছে তার আবেদন, টেস্ট ম্যাচের দিন যেন কমানো না হয়।

সংবাদ সংস্থাকে শচীন বলেছেন, ‘‘রক্ষণশীলতা এবং টেস্ট ক্রিকেটের প্রতি ভালবাসা থেকে আমি বলব, কোনভাবেই যেন পাঁচ দিনের ক্রিকেট-কাঠামোর পরিবর্তন করা না হয়। এত বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা হয়ে এসেছে, সে ভাবেই যেন হয়।’’

কিংবদন্তি এই ব্যাটসম্যান মনে করেন, একটা দিন কমানো হলেই ব্যাটসম্যানদের ধারণা হয়ে যাবে এটা সীমিত ওভারের ক্রিকেটেরই একটা অংশ। শচীন টেন্ডুলকারের কথায়, ‘‘এক জন ব্যাটসম্যান যদি দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত ব্যাট করে, তাহলেই তার মনে হবে, খেলার তো আর মাত্র আড়াই দিন বাকি। সে কথা মাথায় রেখেই তাই ব্যাট করতে চাইবে। চার দিনের টেস্টে খেলতে নামলেই ব্যাটসম্যানদের মনে হবে, এটা তো প্রায় সীমিত ওভারের ক্রিকেটই খেলছি।’’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর