অবসর গ্রহণের পরে ভারতের বাঁহাতি অলরাউন্ডার ইরফান পাঠানকে নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলেন, গ্রেগ চ্যাপেলের হাতে পড়েই হারিয়ে যান ইরফান। অবশ্য ইরফান সর্বসমক্ষে বলে দিয়েছেন, তার সুইং হারানোর পিছনে মোটেও দায়ী নন প্রাক্তন অজি তারকা।
সেই গ্রেগ চ্যাপেল এবার প্রশংসায় পঞ্চমুখ হলেন ইরাফানকে নিয়ে। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলছেন, পাঠান ছিলেন নিঃস্বার্থ এক ক্রিকেটার। দলের প্রয়োজনে যে কোনও ভূমিকা পালন করতে রাজি থাকতেন এই বাঁহাতি অলরাউন্ডার।
চ্যাপেল তাঁর প্রাক্তন শিষ্য সম্পর্কে বলছেন, ‘‘ইরফানকে যে কোনও জায়গায় খেলতে বলা হলে ও খুশি মনেই খেলত। অত্যন্ত সাহসী ও নিঃস্বার্থ ক্রিকেটার ছিল পাঠান। দক্ষ অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছিল ও। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও ভাল ব্যাটিং করেছে। সেঞ্চুরি পেতেও পারত পাঠান। দারুণ সুইং বোলিং করতে পারত। করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারে করা হ্যাটট্রিক আজও আমার মনে আছে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ