জয় দিয়ে নতুন বছর শুরু করল ভারত। আর ব্যাট হাতে একাধিক রেকর্ড দিয়ে বছর শুরু করলেন বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মাত্র এক রান করেই সতীর্থ রোহিত শর্মাকে টপকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সর্বাধিক রানের মালিক হয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক।
আর ২৫ রান পূর্ণ করে এদিন আরও এক অনন্য নজিরের মালিক হলেন বিরাট। অধিনায়ক হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রানের মাইলস্টোন এদিন স্পর্শ করেন বিরাট। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের কীর্তি গড়লেন বিরাট। তবে বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে এই রেকর্ডের মালিক হলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।
অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে হাজার রান পূর্ণ করতে মাত্র ৩০টি ইনিংস খরচ করলেন বিরাট। উল্লেখ্য, ১৭ বলে ৩০ রান করে এদিন অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ