টেস্ট ক্রিকেটের ব্যাপ্তি কমানোর বিষয়ে আইসিসির উদ্যোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) সম্মতি জানালেও চার দিনের টেস্টের পক্ষে সমর্থন নেই দেশটির অধিনায়ক ফাফ ডু প্লেসিসের।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমি মনে করি এ বিষয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার কাছেই আপনাদের প্রশ্ন করা উচিত। তবে আমার ব্যক্তিগত মতামত হল আমি পাঁচ দিনের টেস্টেরই ভক্ত।’
এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি পাঁচ দিনের টেস্টের বিষয়ে বিপুল অর্থের একটি বিষয় জড়িত। অধিকাংশ টেস্টই পাঁচ দিন পর্যন্ত গড়াচ্ছে না। তাই মানুষের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তবে আমার ব্যক্তিগত সমর্থন পাঁচ দিনের টেস্টে। কারণ আমি নিজে অসাধারণ কিছু পাঁচ দিনের টেস্টের সাক্ষি। যে ম্যাচ ড্র হয়েছে। আমার মতে চার দিনের ম্যাচে ফলাফল কম আসবে।’
এদিকে, ইংল্যান্ড অধিনায়ক জো রুট এ বিষয়ে শুধু একটি উক্তিই করেছেন। তিনি বলেন, ‘আমি পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের পক্ষে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম