পারিবারিক সূত্রে পাওয়া ঘড়ি ফ্লাইটে হারিয়ে যাওয়ায় বিমান পরিবহন সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম আকরাম। দিন দু'য়েক আগে এমিরেটসের করাচি থেকে দুবাইগামী বিমানে উঠেছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আকরাম।
সোশ্যাল মিডিয়ায় আকরাম জানিয়েছেন, কোন ফ্লাইটে ঘড়ি হারিয়েছেন তিনি। তার সিট নম্বর কত ছিল, তাও জানিয়েছেন তিনি। টুইটে বিমান সংস্থাকে তার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলেছেন আকরাম।
এমিরেটসের পক্ষ থেকে যে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে না, সেটাও সাফ জানিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, এটা সাধারণ কোনও ঘড়ি নয়, বরং এটা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন।
আকরামের টুইটের জবাবে দ্রুত পাল্টা টুইট করে বিমান সংস্থা। জানতে চাওয়া হয় তার বিমানের আসনসহ যাবতীয় তথ্য। দিতে বলা হয় ই-মেইল অ্যাড্রেসও। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটারে নানা রকমের প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলেছেন, ওই ঘড়ি আরও যত্নে উচিত ছিল তার।
কেউ লিখেছেন, এতো চিন্তার কিছু নেই, একটা গ্যাজেটই তো হারিয়েছে, প্রাণ তো আর যায়নি। মিলেছে একাধিক উপদেশও। মানুষের জন্য কিছু করে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে আকরামকে। বলা হয়েছে, “আপনার ঘড়ির কথা কেউ মনে রাখবে না, আপনার কাজটাই লোকের মনে থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত