শুধু গ্র্যান্ডস্লামের লড়াই নয়, মানবিক কারণে এ বার কোর্টে নামবেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসরা। অস্ট্রেলিয়ায় দাবানলে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে কোর্টে দাঁড়াবেন তারা। তাদের সেই উদ্যোগে সামিল হবেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভাও।
আর কয়েক দিন পর অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে অস্ট্রেলিয়ায় দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিশ্ব টেনিসের মহাতারকারা।
১৫ জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় হবে এই বিশেষ প্রদর্শনী টেনিস ম্যাচ। সেই ম্যাচ থেকে যে আয় হবে, তা তুলে দেওয়া হবে দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ তহবিলে। বড়দের জন্য ৩৭ ডলার ও ছোটদের জন্য ২৪ ডলার টিকিটের দাম করা হয়েছে।
পুরো ম্যাচটির আয়োজক অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তারা পুরো অর্থ তুলে দেবে দাবানল বিধ্বস্তদের ত্রাণ তহবিলে।
এ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ফেদেরার, নাদাল, সেরেনারা। সেই সঙ্গে টেনিসের মহোৎসবে খেলতে দেখা যাবে নাওমি ওসাকা, ক্যারোলিন ওজনিয়াকি, স্টেফানো সিসিপাসদের।
২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলবোর্নে বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। দাবানলে তৈরি হওয়া দূষণের জন্য ঐতিহ্যশালী এই গ্র্যান্ডস্লাম পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। এই অবস্থায় ফেদেরার, নাদালদের অস্ট্রেলিয়ায় খেলতে রাজি হওয়া বেশ তাৎপর্যপূর্ণ। এমনিতে দাবানলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেক তারকাই। তার মধ্যে টেনিস তারকাদের উদ্যোগ চোখে পড়ার মতো।
রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা একটি টুইটে ছবি দিয়ে লিখেছেন, ‘ব্রিসবেন, ওয়েস্টইন হোটেলের ডেস্কে আমি সই করে দশ জোড়া জুতো রেখে এসেছি। তাছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খামে ডোনেশনও রেখে এসেছি। প্রতি জোড়া জুতোর জন্য ৩০০ ডলার দিন। সেই অর্থ সরাসরি রেডক্রসে চলে যাবে।’
এরপর কিছুক্ষণই পরে আরও একটি টুইটে শারাপোভা জানান, দশ জোড়া জুতোই বিক্রি হয়ে গিয়েছে। আগেও দাবানলের জন্য অর্থ সাহায্য করেছেন শারাপোভা। ত্রাণ তোলার জন্য জকোভিচের সঙ্গে চ্যারিটি ম্যাচও খেলারও কথা তার।
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও পিছিয়ে নেই ত্রাণের ব্যাপারে। সম্প্রতি শেন ওয়ার্ন তার ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলেছিলেন। সেই অর্থ ত্রাণে দেওয়াই উদ্দেশ্য। এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে ওয়ার্ন জানিয়েছেন, সেই টুপি ৫ লাখ ডলারে বিক্রি হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন