ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ গত বছরের শুরুতে করণ জোহরের অতিথি হয়ে নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।
বিতর্কিতের ঝড় এতটাই তীব্র হয়েছিল যে, এই দুই ক্রিকেটারকে সাময়িক নির্বাসনে পাঠাতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু পরে ভক্ত ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে বিতর্ক থেকে অব্যাহতি পেয়েছিলেন টিম ইন্ডিয়ার এই দুই ক্রিকেটার।
ভারতীয় দলে ফেরার আগে অবশ্য হার্দিক ও রাহুলের এই বিতর্কে মধ্যস্থতা করেছিল বিসিসিআই অমবাডসম্যান ডিকে জৈন। দু’জনকেই ২০ লাখ টাকা করে জরিমানা দিতে হয়েছিল। এই টাকা প্যারামিলিটারি ফোর্সের শহীদ জওয়ানের ১০টি পরিবারে এক লাখ করে এবং ব্লাইন্ড ক্রিকেটের প্রোমশনে ১০ লাখ টাকা দেওয়া হয়েছিল।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কফি উইথ করণ’ বিতর্কের আসল রহস্য ফাঁস করলেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটাররা বাইরের অনেক কিছুই খবর রাখি না। এই ঘটনায় বল আমার কোর্টে ছিল না। বল অন্যদের কোর্টে ছিল যা শর্ট মেরেছিল।’ এই শো-এর অ্যাঙ্কার ছিলেন বলিউড প্রোযোজক ও নির্মাতা করণ জোহর। তিনি পরে এই বিতর্কে নিজের দোষও স্বীকার করেন।
সম্প্রতি চোটের জন্য ভারতীয় দলে নেই পান্ডিয়া। ক্রিকেট থেকে বিরতি পেয়ে সার্বিয়ান বান্ধবী নাতাসার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন টিম ইন্ডিয়ার এই অল-রাউন্ডার। পান্ডিয়া ও নাতাসার সম্পর্ক বেশ কয়েকমাস ধরেই সোশাল মিডিয়ায় নেটিজেনদের মুখরোচক ছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম