ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুলের কাছে ১-০ গেলে হেরে গেছে টটেনহাম হটস্পার। অন্যদিকে রবের্তো ফিরমিনোর গোলে টটেনহামকে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুুল।
শনিবার প্রতিপক্ষের মাঠে এ জয়ে দুইয়ে থাকা লেস্টার সিটির চেয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শট পোস্টে বাধা পায়। সে ধাক্কায় বেঁচে যাওয়ার পর আক্রমণাত্মক খেলতে থাকে টটেনহাম। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারছিল না তারা।
ঝাপটা সামলে পাল্টা চাপ তৈরি করে লিভারপুল। ২২তম মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন টটেনহাম গোলরক্ষক।
৩৭তম মিনিটে আর রুখতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো। মোহামেদ সালাহর ছোট পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ফিরমিনো।
৭৫তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পেয়েছিলেন সন হিয়ুং-মিন। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশ করেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড। আট মিনিট পর খুব কাছ থেকে সুবর্ণ সুযোগ নষ্ট করেন টটেনহামের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। যোগ করা সময়ে সনের আরেকটি প্রচেষ্টা রুখে দিয়ে পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
লিগে এ জয়ে ২১ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬১। লেস্টারের পয়েন্ট ৪৫। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ২১ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। ৩০ পয়েন্ট নিয়ে আট নম্বরে আঠে টটেনহাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন