শেষ হয়েছে চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড তথা রাউন্ড রবিন লিগ। আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে সুপার ফোর বা প্লে অফের খেলা।
প্লে অফ নিশ্চিত করা চার দল হলো খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। প্রথম রাউন্ডের ১২ ম্যাচ শেষ সমান ৮টি করে ম্যাচ জিতেছে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম। তবে নেট রানরেটে শীর্ষে খুলনা। এরপরের দুই স্থানে রাজশাহী ও চট্টগ্রাম। আর ১২ ম্যাচে ৭ জয় নিয়ে প্লে অফে যাওয়া ঢাকার অবস্থান চতুর্থ।
আগামী সোমবার প্রথমে হবে এলিমিনেটর ম্যাচ। একই দিন সন্ধ্যায় হবে কোয়ালিফায়ার-১ এর ম্যাচ। পরে একদিন বিরতি দিয়ে বুধবার মাঠে গড়াবে কোয়ালিফায়ার-২ ম্যাচটি। আর শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের।
একনজরে বিপিএলের প্লে অফের সূচি
এলিমিনেটর (১৩ জানুয়ারি) - ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুপুর ১.৩০ মিনিট
কোয়ালিফায়ার ১ (১৩ জানুয়ারি) - খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬.৩০ মিনিট
কোয়ালিফায়ার ২ (১৫ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, সন্ধ্যা ৬.৩০ মিনিট
ফাইনাল (১৭ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিয়াফায়ার ২ জয়ী, সন্ধ্যা ৭.০০ মিনিট
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন