বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হারের পরে আর মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। তিনি নাকি এখন ক্রিকেট থেকে ‘বিশ্রাম’ নিচ্ছেন। ধোনির এই লম্বা বিশ্রাম নিয়ে এ বার প্রশ্ন তুললেন স্বয়ং সুনীল গাভাস্কার।
শনিবার মুম্বাইয়ে গাভাস্কার বলে দিলেন, ‘‘এত দিন কেউ ভারতের হয়ে না খেলে বাইরে বসে থাকে?’’এ দিন গাভাস্কারকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি খেলতে পারবেন? যা শুনে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ফিটনেসের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। সেই প্রশ্নটা ধোনিকেই করতে হবে। বিশ্বকাপ সেমিফাইনালের (১০ জুলাই) পরে তো আর ও মাঠেই নামেনি।’’ এরপরে কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘‘কেউ কি ভারতীয় দল থেকে নিজেকে এত দিন দূরে সরিয়ে রাখতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ