ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২৬জনের মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে পরিবেশ ও পশুপাখির। ভারতের মাটিতে ভারতকেই হারিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফেরাতে মরিয়া অ্যারন ফিঞ্চ।
টিম অস্ট্রেলিয়া শুক্রবারই মুম্বাইয়ে নেমেছে। সাংবাদিক বৈঠকে তাঁকে জিজ্ঞাসা করা হয় অস্ট্রেলিয়ার পরিবেশ সম্পর্কে। ফিঞ্চের উত্তর, ‘‘আমাদের দেশে যা ঘটেছে, তার সামনে ক্রিকেট একেবারে তুচ্ছ। কত বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে বহু প্রজাতি। এই পরিস্থিতিতে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফিরিয়ে দিতে চাই।’’ কী করে? ফিঞ্চের উত্তর, ‘‘ভারতের মাটিতে ভারতকে হারিয়ে।’’
ফিঞ্চের ধারণা, এই পরিস্থিতিতে সে দেশের মানুষ টিভির পর্দায় হয়তো চোখ রাখতে পারবেন না। কিন্তু খবর নিশ্চয়ই পাবেন। বলছিলেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমাদের দায়িত্ব নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। এখান থেকে জিতে ফিরলে, বিধ্বস্ত এলাকার মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ