বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ডাবল লিগ পদ্ধতির মোট ৪২টি ম্যাচ শনিবার শেষ হয়েছে। লিগের খেলা শেষে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন খুলনার টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। ১২ ইনিংসে তার সংগ্রহ ৪৫৮ রান।
শীর্ষ পাঁচ জনের মধ্যে দেশীয় তিনজন রয়েছেন। তারা হলেন- খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম, রাজশাহী রয়্যালসের লিটন দাস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। রুশোর পরই দ্বিতীয়স্থানে রয়েছেন মুশফিক। ১২ ইনিংসে তার রান ৪৪৯। ৪৪৪ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান। তবে মালানের দল লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তাই মালানের আর ব্যাট করার সুযোগ নেই।
মালানের পরের দু’টি স্থানে আছেন যথাক্রমে লিটন ও ইমরুল। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তামিম। তিনি আছেন ষষ্ঠ স্থানে।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে লিগ পর্র্ব শেষে শীর্ষ ছয় ব্যাটসম্যানের রান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি গড়
রিলি রৌসু (খুলনা টাইগার্স) ১২ ১২ ৪৫৮ ০ ৪ ৫০.৮৮
মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স) ১২ ১২ ৪৪৯ ০ ৪ ৭৪.৮৩
ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ১১ ১১ ৪৪৪ ১ ৩ ৪৯.৩৩
লিটন দাস (রাজশাহী রয়্যালস) ১২ ১২ ৪২২ ০ ৩ ৩৮.৩৬
ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ১১ ১১ ৪০৫ ০ ৪ ৫৭.৮৫
তামিম ইকবাল (ঢাকা প্লাটুন) ১১ ১১ ৩৯৩ ০ ৩ ৪৩.৬৬
বিডি প্রতিদিন/এনায়েত করিম