শ্রীলংকা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। সম্প্রতি ভারতের মাটিতে দল ২-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর অধিনায়কত্ব নিয়ে এমনটাই জানালেন।
দেশে ফিরে আজ রবিবার সাংবাদিকদের ৩৬ বছর বয়সী মালিঙ্গা বলেন, টি-টোয়েন্টিতে যথেষ্ট ভাল করতে পারছে না শ্রীলঙ্কা। তিনি বলেন, লঙ্কান বোলাররা প্রতিপক্ষকে আটকে রাখতে সক্ষম পারেনি এবং একটি ম্যাচ জিততে লড়াই করার মত ১৭০ রান করতে পারেনি ব্যাটসম্যানরা।
মালিঙ্গা বলেন,‘ এটা করার সক্ষমতা আমাদের নেই।’ মাত্র এক বছর আগে অধিনায়কত্ব পাওয়ার সময় বিশ্ব র্যাংকিংয়ের নয় নম্বরে থাকা দলের কাছ থেকে ম্যাচ জয়ী পারফরমেন্স আশা করাটাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব