জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১৫ জানুয়ারি। ছয় জাতির এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় মতিঝিলের বাফুফে ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ ও ফিলিস্তিন ছাড়াও আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেবে শ্রীলংকা, মরিসাস, বরুন্ডি ও সিসেলস। ম্যাচগুলো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বেসরকারি চ্যানেল আরটিভি।
এছাড়াও খেলা দেখা যাবে অনলাইন চ্যানেল মাইকুজুতে। টুর্নামেন্টের স্বত্বাধিকারি কে-স্পোর্টসের অনলাইনসহ টেলিকমিউনিকেশন (গ্রামীন, বাংলা লিংক ও এয়ারটেল) অ্যাপসের মাধ্যমে সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারেও বঙ্গবন্ধু গোল্ডকাপের সব খেলার ধারাবিবরণী সম্প্রচার করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব