২০১৬ সালের রিও অলিম্পিকসে তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ জয় করেন কিমিয়া আলী জাদেহ। অলিম্পিকে ইরানের একমাত্র নারী মেডেলজয়ী নারী ক্রীড়াবিদ তিনি। মেডেল পাওয়ার সময় একজন ইরানি মেয়ে হিসেবে তিনি আনন্দিত হওয়ার কথা জানিয়েছিলেন। সেই কিমিয়া এবার ইরান ছাড়ার ঘোষণা দিলেন।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ইউরোপে পারি জমানোর আভাস দিয়ে বলেছেন, তার সফলতার কৃতিত্ব ব্যবস্থাপনার ওপর চাপিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ তাকে এতটাই প্রপাগান্ডা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন যে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন।
তিনি জানান, কেউ আমাকে ইউরোপে আহ্বান জানাননি। আমাকে কোনো লোভনীয় প্রস্তাব দেয়া হয়নি। দেশ থেকে দূরে থাকার কাতরতার কষ্ট ও যন্ত্রণা আমি গ্রহণ করেছি। কারণ, প্রতারণা, মিথ্যা, অবিচার ও তোষামোদের অংশ হতে চাইনি আমি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে তিনি এই পোস্ট লিখলেও কিমিয়া আলী জাদেহ'র বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ