ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদের জেরে ২০১৬ সালে হঠাৎ অবসর নেওয়া ডোয়াইন ব্র্যাভো আবার মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। ২০১৯ সালের ডিসেম্বরেই অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরার ইঙ্গিতও দেন ডিজে ব্র্যাভো।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অলরাউন্ডার ব্র্য়াভো। সেই ব্র্য়াভোকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে নিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আবার ডিজে ব্র্যাভোকে দলে ফেরানো হল।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ