বঙ্গবন্ধু বিপিএলে মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ে রাজশাহী রয়েলসকে বিদায় করে ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। খুলনার পক্ষে মোহাম্মদ আমির একাই নেন ৬ উইকেট! এটিই চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেট।
সোমবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৩ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে খুলনা।
১৫৯ রানের জবাবে নির্দিষ্ট ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে রাজশাহী। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৮০ রান করেন শোয়েব মালিক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন