দুর্দান্ত জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাস দে সালামানকাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জেতা ম্যাচে রিয়ালের পক্ষে গ্যারেথ বেল ও ব্রাহিম দিয়াস গোল করেন। বাকি গোলটি আত্মঘাতি।
১৮তম মিনিটে ডি-বক্সে স্বাগতিকরা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বুক দিয়ে বল নামিয়ে শট নেন বেল। বল একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্ট ঘেঁষে জালে জড়ায়। ৫৭তম মিনিটে পাল্টা আঘাত হানে সালামানকা। ডি-বক্সের মধ্যে থেকে শটে ঠিকানা খুঁজে নেন আলভারো রোমেরো।
তাদের সে স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। আত্মঘাতী গোল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় স্পেনের সফলতম দলটির।
বিডি প্রতিদিন/এনায়েত করিম