পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানের মাথায় মোহাম্মদ নাঈম ও ২২ রানের মাথায় মেহেদী হাসানকে হারায় বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল ২৬ রান নিয়ে ক্রিজে আছেন।
ম্যাচে মোহাম্মদ নাঈম (০) ও মেহেদী হাসান ৯ রান করে আউট হয়। এছাড়াও এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরেন লিটন দাস।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান। তবে পাকিস্তান তাদের একাদশে কোনো পরিরর্তন আনেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন