২৫ জানুয়ারি, ২০২০ ১৯:০৭

বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে শিরোপার মুকুট ধরে রাখল ফিলিস্তিন। ফাইনালে বুরুন্দিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা তুলে নিলো মধ্যপ্রাচ্যের দলটি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিশেষ এই আয়োজনের সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয় স্বাগতিক বাংলাদেশকে।

ফিলিস্তিনই একমাত্র দেশ, যারা টানা দুইবার বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফাইনাল ম্যাচটি ছিল এশিয়া ও আফ্রিকার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। আগের আসরে শিরোপা জেতা ফিলিস্তিন আত্মবিশ্বাসী ছিল শিরো ধরে রাখতে।

অন্যদিকে আফ্রিকার দল বুরুন্ডিও স্বপ্ন দেখছিল প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নতুন ইতিহাস রচনা করতে। কিন্তু ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।

বিডি প্রতিদিন/আরাফাত     

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর