২৬ জানুয়ারি, ২০২০ ১৬:৪৮

রংপুরে শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

রংপুর প্রতিনিধি

রংপুরে শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার সকালে রংপুর স্টেডিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রাথমিকের খুদে ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ভালো খেলোয়াড় ছিলেন। তার ছেলে শেখ কামালও একজন ভালো মানের খেলোয়াড় ছিলেন। আমাদের ক্রীড়াঙ্গনে তার অনেক অবদান রয়েছে। মুজিববর্ষকে ঘিরে ক্রীড়াজগত নিয়ে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। ওই সব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ক্রীড়াজগতকে আরও সমৃদ্ধ করতে চাই। সেক্ষেত্রে আজকের প্রাথমিক পড়ুয়া খেলোয়াড়রা একদিন দেশের জাতীয় অঙ্গনে প্রতিনিধিত্ব করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত ডিআইজি মোজাহেদুল ইসলাম, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। 

টুর্নামেন্টের উদ্বোধনী দিন দুপুরে মাঠে নামেন দিনাজপুর জেলা একাদশ ও লালমনিরহাট জেলা একাদশের খেলোয়াড়রা। একই দিন বিকেলে পঞ্চগড় জেলা একাদশ ও নীলফামারী জেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের ৮ জেলার ৮টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের সমাপনী আগামী ২৯ জানুয়ারি রংপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর