২০০৭ টি-২০ বিশ্বকাপ হোক কিংবা ২০১১ বিশ্বকাপ। এই দুই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গৌরবগাঁথা লেখা সম্ভব নয় যুবরাজ সিংকে বাদ দিয়ে। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো এক ওভারে ছয় ছক্কা হোক কিংবা মারণ ক্যান্সারকে দমিয়ে ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের পিছনে বাঁ-হাতি এই তারকা অলরাউন্ডারের অবদান অপরিসীম।
অথচ যুবরাজ কখনওই দলনায়ক ধোনির পছন্দের তালিকায় ছিলেন না। তার পরিবর্তে ধোনি সর্বদা সুরেশ রায়নাকে দলে পেতে চাইতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন যুবরাজ। তার কথায়, ধোনি ছিল রায়নার এক অতি বড় সমর্থক। কিন্তু রায়না খুব একটা ছন্দে না থাকায় আমার সুযোগ হয় দলে।
২০১১ বিশ্বকাপ জয়ের নায়কের কথায়, ‘সুরেশ রায়না তখন ধোনির খুব সমর্থন পেত। প্রত্যেক অধিনায়কেরই পছন্দের ক্রিকেটার থাকে। আর তখন ধোনির পছন্দের ছিল রায়না। ইউসুফ পাঠানের পারফরম্যান্সও বেশ ভালো ছিল সেই সময়। আমিও ব্যাটে রান করছিলাম, উইকেটও নিচ্ছিলাম। পাশাপাশি রায়নার ফর্ম ভালো যাচ্ছিল না। দলে তখন বাঁ-হাতি স্পিনার বলতে কেবল আমি। তাই আমাকে দলে না নিয়ে উপায় ছিল না।’
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ