অদূর ভবিষ্যতে ভারতে কোনওরকম ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই'র সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বিশ্বজোড়া করোনা সন্ত্রাসের মধ্যেই সামনের মে মাস থেকে জার্মানিতে ফুটবল মৌশুম শুরু হতে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সৌরভের বক্তব্য, জার্মানি ও ভারতের 'সামাজিক বাস্তবতা' আলাদা।
সৌরভ বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করে রয়েছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা তিনি দেখছেন না, তা স্পষ্ট করে দেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ