করোনাভাইরাসে প্রকোপে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী।
এরই মধ্যে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসের আশীর্বাদে সারাবিশ্ব প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার রাতে সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ আশা ব্যক্ত করেন সাকিব।
সাকিবের ওই পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হল:
The world is now going through a global pandemic, something the most of us never experienced in our lives before. The world as we know it is changing and the balance of the world order is falling apart. Let us hope that the blessings of Ramadan will restore the balance in the world.
সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারীর। এই মহামারীর প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।
বিডি প্রতিদিন/কালাম