লকডাউনে অনুশীলন করে নিয়ম ভাঙলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকাকে টেনিস কোর্ট ব্যবহার করতে দেওয়ায় দুঃখ প্রকাশ স্প্যানিশ ক্লাব মারবেলার।
করোনাভাইরাসের কারণে আগামী সপ্তাহ পর্যন্ত বন্ধ স্পেনের বেশিরভাগ ক্লাব। ব্যক্তিগতভাবে কয়েকটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেওয়া হলেও সেটা খুবই কম।করোনায় বর্তমানে স্পেনে আছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।
লকডাউনে অনুশীলনের অনুমতি না থাকলেও নিজেকে ফিট রাখতে অনুশীলন করে নিয়ম ভেঙেছেন জোকো। শুধু তাই না। অনুশীলনের একটি ভিডিও সমর্থকদের জন্য প্রকাশ করেছেন তিনি। এতেই খেপেছে স্প্যানিশ সরকার। উপায় না পেয়ে ক্ষমা চেয়েছে জোকোভিচকে অনুশীলনের অনুমতি দেওয়া ক্লাব মারবেলা। এমন ভুল আর হবে না জানিয়েও দুঃখ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/কালাম