প্যাভিলিয়ন প্রান্ত থেকে তিনি যখন তীব্র গতিতে ছুটে আসতেন, ব্যাটসম্যানের মনে কাঁপুনি ধরে যেত। উইকেট ছিটকে দেওয়ার পর, দু'হাত ভাসিয়ে তার দৌড়ে ফুটে উঠত ঔদ্ধত্য। তার নামের সঙ্গে জুড়ে গেছে গতি। তিনি বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার শোয়েব আখতার। ক্রিকেট বিশ্ব যাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেই ডাকতে পছন্দ করে।
সম্প্রতি নিজের ক্রিকেট জীবন নিয়ে সিনেমা তৈরির ইচ্ছাপ্রকাশ করেছেন শোয়েব আখতার। শোয়ের চান বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করুন সালমান খান। সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, 'কোনওদিন যদি আমার বায়োপিক তৈরি হয়, তাহলে আমি চাই সালমান খান মুখ্য ভূমিকায় অভিনয় করুন।'
স্পোর্টস আর বায়োপিক বলিউডের ডেডলি কম্বিনেশন। হিট হওয়ার সম্ভাবনা ষোলো আনা। সুশান্ত সিং রাজপুতের 'ধোনি', ফারহান আখতারের 'ভাগ মিখা ভাগ', আমির খানের 'দঙ্গল' তারই প্রমাণ। সম্প্রতি ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনিও উঠে আসছে সিলভার স্ক্রিনে। যে ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তবে করোনা পরিস্থিতির জেরে '83' ছবির মুক্তি আপাতত পিছিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ