৬ আগস্ট, ২০২০ ১৪:৪৯

সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের ৫০ হাজারের বেশি শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের ৫০ হাজারের বেশি শিক্ষা সামগ্রী বিতরণ

ইউনিসেফের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ৯টি প্রদেশের বালক-বালিকাদের মধ্যে ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দ্য লিও মেসি ফাউন্ডেশন।  

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির অর্থায়নে পরিচালিত তার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

আনন্দের মাধ্যমে জ্ঞানগত ও সামাজিক দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সিরিয়ান শিশুদের। বিনোদনমূলক এবং স্কুলের এসব উপকরণ দিয়ে চেষ্টা করা হয় বিধিমত এবং অনানুষ্ঠানিকভাবে শিশুদের মনোবিকাশ উন্নয়নের।  

হাসাকাহ, কুনেইত্রা, আলেপ্পো, হামা, হোমস, দারা, দেইর এজ-জর, সুইদা এবং দামাস্ক-সহ সিরিয়ার ৯টি প্রদেশের শিশুদের এসব শিক্ষা সামাগ্রী দেওয়া হয়।  

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর