দিনাজপুরে বাফুফের নির্দেশনা অনুযায়ী জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার দিনাজপুর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় রংপুর নারী ফুটবল দল ৩-১ গোলে ঠাকুরগাঁও দলকে হারিয়েছে।
খেলার প্রথমার্ধে রংপুর ও ঠাকুরগাঁও জেলা দলের নারী ফুটবলাররা আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। প্রথমার্ধে ১৪ মিনিটে বেলী সরেনের গোলে এগিয়ে যায় ঠাকুরগাঁও। এর ১১ মিনিট পরেই রংপুরের খাতিজা গোল করলে খেলায় সমতা ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয়পক্ষ গোল করতে মরিয়া হয়ে উঠে। খেলা শেষের ১৫ মিনিট আগে রংপুরের শারমিন পর পর ২টি গোল করলে ৩-১ গোলে রংপুর জয় লাভ করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুপুর ২টায় প্রধান অতিথি অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, এমপি মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।
এসময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম, ফুটবল কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশীপে রংপুর অঞ্চলের সাতটি জেলা অংশ নিচ্ছে। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং স্বাগতিক দিনাজপুর।
বিডি প্রতিদিন/এমআই