২৯ নভেম্বর, ২০২০ ১১:২১

ঘরের মাঠে রিয়ালের হার

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে রিয়ালের হার

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে ১০ ম্যাচে মাঠে নেমে তারা হার মেনেছে তিনটিতে। সবশেষটি এলো ঘরের মাঠে শনিবার রাতে আলাভেসের বিপক্ষে। ২-১ গোলে জিনেদিন জিদানের শিষ্যদের হারিয়েছে আলাভেস।

রিয়ালের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আলাভেস। এ সময় বক্সের মধ্যে নাচো বল হাতে লাগালে হ্যান্ডবল হয় এবং পেনাল্টি পায় আলাভেস। পেনাল্টি থেকে লুকাস পেরেজ গোল করে এগিয়ে নেন দলকে। এটা ছিল লিগের তৃতীয় ম্যাচে রিয়ালের পঞ্চম পেনাল্টি হজম। পরে ২৮ মিনিটের মাথায় ইডেন হ্যাজার্ড ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক তরুণ খেলোয়াড় জোসেলু। তিনি থিবাউট কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান। 

৮৬ মিনিটে একটি গোল শোধ দেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। অবশ্য ভাগ্য সঙ্গে ছিল না রিয়ালের। নতুবা যোগ করা সময়ে ইসকোর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসতো না। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর