ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন দারুণ বন্ধু। এবার আইপিএলে বিরাটের দলে খেলার ইচ্ছেপ্রকাশ করলেন হ্যারি কেন।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহলি। ২০১২ সাল থেকে আরসিবিকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। যদিও এখনও পর্যন্ত দলকে ট্রফি দিতে পারেননি কোহলি। ২০২০ আইপিএলে বিরাটের নেতৃত্বে আরিসিবি প্লে-অফে উঠলেও ফাইনালে পৌঁছতে পারেনি। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নেয় আরসিবি।
তবে পরের আইপিএল আসরে বিরাটের দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন হ্যারি কেন। গত শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের দিনে বিরাটের আইপিএল দল সম্পর্কে খোঁজ নেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক তথা টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার।
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যারি কেন দারুণ ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই সাতটি গোল নিজের নামে করেছেন টটেনহ্যাম স্টাইকার। ইপিএল-এর চলতি মরশুমে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে হ্যারি কেনের দল টটেনহ্যাম হটস্পার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ