বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে ঢাকা। বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হয়েছে মুশফিকের দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তামিমের বরিশাল।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে মুশফিকুর রহিমের দল। জবাবে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় বরিশালের ইনিংস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ