ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও অস্ট্রেলিয়ার ঘাড়ে নিশ্বাস ফেলছে নিউজিল্যান্ড। সোমবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১২ রানে হারিয়ে ২-০ সিরিজ জিতে নেয় কিউইবাহিনী। এর ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে তিন নম্বরে উঠে এলে নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো ব্ল্যাক ক্যাপস’রা। তবে অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে প্রথমবার এক নম্বরে যাওয়ার হাতছানি কিউইদের সামনে। ২৯৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর ৩৬০ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে রয়েছে ভারত।
এখনও পর্যন্ত তিনটি সিরিজে ১০টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৭টিতে জিতেছে এবং একটি ড্র করেছে এবং দু’টিতে হেরেছে। আর ভারত ৪টি সিরিজে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে। যার মধ্যে ৭টিতে জিতেছে বিরাটবাহিনী। আর হেরেছে দু’টিতে। অস্ট্রেলিয়ার থেকে ভারতের পয়েন্ট বেশি হলেও উইনিং পার্সেন্টেজ বেশি (০.৮২২) থাকায় এক নম্বরে রয়েছে অজিবাহিনী। বিরাট কোহলিদের জয়ের শতকরা হার ০.৭৫০। আর নিউজিল্যান্ডের জয়ের শতকরা হর ০.৬২৫।
কেন উইলিামসনকে ছাড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধান জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হেনরি নিলোসের দুরন্ত ১৭৪ রানের ফলে প্রথম ইনিংসে ৪৬০ রানের বিশাল স্কোর খাড়া করেছিল নিউজিল্যান্ড। কিন্তু জবাবে টিম সাউদি ও কাইল জেমিসনের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে মাত্র ১৩১ রানে গুটিটে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। দুই কিউই পেসারই ৫টি করে উইকেট তুলে নেন।
৩২৯ রানে পিছিয়ে থেকে ফলো-অন করে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা লড়াই করলেও ইনিংসের হার বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। জন ক্যাম্পবেল ৬৮ এবং ক্যাপ্টেন জেসন হোল্ডার ৬১ রান করেন। ট্রেন্ট বোল্ট ও নেল ওয়েঙ্গার তিনটি করে উইকেট নেন। দু’টি করে উইকেট নিয়েছেন সাউদি ও জেমিসন। ম্যাচের সেরা নিকোলস ও সিরিজের সেরা জেমিসন।
সিরিজের প্রথম টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৩৪ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ২৫১ রানের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছিলেন কিউই ক্যাপ্টেন উইলিয়ামসন। কিন্তু পিতৃত্বকালীন ছুটি নিয়ে দ্বিতীয় টেস্টে খেলেননি তিনি। উইলিয়ামসনের পরিবর্তে দ্বিতীয় টেস্টে কিউইদের নেতৃত্ব দেন টম লাথাম।
বিডি প্রতিদিন/আরাফাত