উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোতে লড়বে লিওনেল মেসির বার্সেলোনা ও নেইমার জুনিয়রের পিএসজি। ইউসিএলের ড্র এর পরই মেসি-নেইমারের লড়াই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলে বিস্তর মাতামাতি। কম যাননি নেইমার জুনিয়রও। হয়তোবা বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য তর সইছে না তারও।
তাইতো মেসির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে নেইমার টুইটারে লেখেন, 'বন্ধু দেখা হবে শিগগিরই।'
নেইমার সবসময় কোনো রাখঢাক না রেখেই বলতেন মেসির সঙ্গে আবার এক সঙ্গে খেলার ইচ্ছের কথা। একসঙ্গে তারা এবার খেলবেন ঠিকই তবে প্রতিপক্ষ হয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ